সংগ্রহঃ তবে পিনাকী দার সাথে ফোনে কথা বলে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছি।
______________________________ ______________________________
আজ ২৫শে জুন মঙ্গলবার দুপর চট্রগ্রামের মহেশখালীর পুইছাড়াগ্রামে জমি-জমা
বিরোধকে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হয় হিন্দু-মুসলমান দুই সম্প্রদায়ের
মধ্যে। এতে দুপর ১ঃ৩০ মিনিটে মুসলিম সম্প্রদায়ের এক ব্যাক্তি নিহত হন।
সন্ধ্যে ৯টার দিগে গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকজন দল বেধে হিন্দু
সম্প্রদায়ের ৯টি বাড়িতে এলোপাথালি আক্রমন চালিয়ে কুপিয়ে জখম করে। এমনকি
মুসলিম সম্প্রদায়ের লোকজন রাতে ঘটনা স্থলে শপথ গ্রহন করে এই বলে যে উক্ত
গ্রামে আর কোন হিন্দু রাখবে না। গ্রাম বাসী নিকটবর্তী থানাতে খবর দিলে থানা
অফিসার ঘটনা স্থলে আসেন। সনাতন ফাউন্ডেশনের পক্ষ থেকে উর্দ্ধতন কতৃপক্ষের
সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কতৃপক্ষ নামাজে ব্যস্ত আছেন বলে উওর দেন।
গ্রাম বাসিরা আজ রাতে পুইছাড়া গ্রামে একটা বড়ধরনের সাম্প্রদায়িক দাঙ্গায়
নিরীহ মানুষের প্রান হানি হতে পারে বলে উতকন্ঠায় আছে। সনাতন ফাউন্ডেশনের
সাধারন সম্পাদক শ্রী পিনাকী দাস টেলিফোনে দেশ ও বিদেশের সকল সচেতন বাঙ্গালীর দৃষ্টি আকর্ষন করে আবেদন জানান।
থানা অফিসারের টেলিফোন নাম্বারঃ ০১৭১৩৩৭৩৬৬৯
______________________________ _______________________
আহব্বানঃ সনাতন সংগঠন থেকে
বিষয়টা খুব গুরুত্ব পূর্ণ। আজ ওরা বিপদে পরেছে কাল আমরা পরবো। আজ যদি আমরা
ওদেরকে সাহায্য করতে না পারি তবে কাল আমাদের জন্য কে এগিয়ে আসবে? === আমি
আমার হাতে যত সোর্স রয়েছে তা পিনাকী দা কে দিয়েছি। আপনাদের পরিচিত যদি
প্রভাবশালী কেউ থাকে যিনি সয়ায়তা করতে পারবেন এই বিষয়ে তবে আমাকে জানান আমি
পিনাকী দার কাছে পৌছে দিব খবরটা। বিশেষ করে রামকৃষ্ণ মিশন ও ইস্কনের
সহযোগিতা প্রয়োজন।
______________________________
আজ ২৫শে জুন মঙ্গলবার দুপর চট্রগ্রামের মহেশখালীর পুইছাড়াগ্রামে জমি-জমা বিরোধকে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হয় হিন্দু-মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে। এতে দুপর ১ঃ৩০ মিনিটে মুসলিম সম্প্রদায়ের এক ব্যাক্তি নিহত হন। সন্ধ্যে ৯টার দিগে গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকজন দল বেধে হিন্দু সম্প্রদায়ের ৯টি বাড়িতে এলোপাথালি আক্রমন চালিয়ে কুপিয়ে জখম করে। এমনকি মুসলিম সম্প্রদায়ের লোকজন রাতে ঘটনা স্থলে শপথ গ্রহন করে এই বলে যে উক্ত গ্রামে আর কোন হিন্দু রাখবে না। গ্রাম বাসী নিকটবর্তী থানাতে খবর দিলে থানা অফিসার ঘটনা স্থলে আসেন। সনাতন ফাউন্ডেশনের পক্ষ থেকে উর্দ্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কতৃপক্ষ নামাজে ব্যস্ত আছেন বলে উওর দেন। গ্রাম বাসিরা আজ রাতে পুইছাড়া গ্রামে একটা বড়ধরনের সাম্প্রদায়িক দাঙ্গায় নিরীহ মানুষের প্রান হানি হতে পারে বলে উতকন্ঠায় আছে। সনাতন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শ্রী পিনাকী দাস টেলিফোনে দেশ ও বিদেশের সকল সচেতন বাঙ্গালীর দৃষ্টি আকর্ষন করে আবেদন জানান।
থানা অফিসারের টেলিফোন নাম্বারঃ ০১৭১৩৩৭৩৬৬৯
______________________________
আহব্বানঃ সনাতন সংগঠন থেকে
বিষয়টা খুব গুরুত্ব পূর্ণ। আজ ওরা বিপদে পরেছে কাল আমরা পরবো। আজ যদি আমরা ওদেরকে সাহায্য করতে না পারি তবে কাল আমাদের জন্য কে এগিয়ে আসবে? === আমি আমার হাতে যত সোর্স রয়েছে তা পিনাকী দা কে দিয়েছি। আপনাদের পরিচিত যদি প্রভাবশালী কেউ থাকে যিনি সয়ায়তা করতে পারবেন এই বিষয়ে তবে আমাকে জানান আমি পিনাকী দার কাছে পৌছে দিব খবরটা। বিশেষ করে রামকৃষ্ণ মিশন ও ইস্কনের সহযোগিতা প্রয়োজন।
No comments:
Post a Comment