আলোর গতি
প্রাচীন বৈদিক গ্রন্থসমূহে 'নিমিষার্ধ' নামক একটি শব্দ ব্যবহৃত হয়ে থাকে।এর অর্থ 'নিমেষের অর্ধেক'।সংস্কৃতে নিমেষ চোখের পলক ফেলার সময় হিসেবে ব্যবহৃত হয়।
ড. এস এস দে এবং ড. পি ভি বর্তক এর ঋগবেদ এ আলোর গতি সম্বন্ধে করা একটি হিসেব নিচে দেয়া হল-
ঋগবেদ ১.৫০.৪ এ বলা হয়েছে তরনির বিশ্ববদর্শত জ্যোতিষ্কর্দশী সূর্য।
বিশ্বমা ভাসিরোচনম।।
অনুবাদ-সকল শুভময় বস্তুর কর্তা,হে জাজ্বল্যমান পরমাত্মা,তুমিই সকল দিককে আলোময় কর।
এই মন্ত্রের ভাষ্যে বর্তমান কর্ণাটকের বিজয়নগর রাজ্যের কোটাল সায়নাচার্য লিখেন(চতুর্দশ শতকে),
"তথ চ স্মর্যতে যোজনম।
সহস্রে দ্বি দ্বিশতে দ্বি চ যোজনে একেনা নিমিষার্ধেনা ক্রমমান।।
যার অর্থ আলো প্রতি নিমিষের অর্ধেকে ২২০২ যোজন পরিভ্রমন করে।
বেদে যোজন হল দূরত্বের একটি একক এবং নিমিষ হল সময়ের একটি একক।
নিমিষ কি?
মহাভারতের শান্তি পর্বের মোক্ষ ধর্ম অধ্যয়ে সময়ের এককগুলো বর্ননা করা হয়েছে এভাবে।
নিমিষ-১ কষ্ঠ
৩০ কষ্ঠ- ১ কাল
৩০.৩ কাল-১ মূহুর্ত
৩০মূহুর্ত- ১ দিবা-রাত্রি
আমরা জানি যে এক দিবারাত্রি হল ২৪ ঘন্টা।তাহলে ২৪ ঘন্টা বলতে আমরা পাই,
২৪ ঘন্টা= ৩০x৩০.৩x৩০x১৫ নিমিষ=৪০৯০৫০ নিমিষ
আবার আমরা জানি যে
১ ঘন্টা= ৩৬০০ সেকেন্ড
সুতরাং ২৪ঘন্টা= ২৪x ৩৬০০ সেকেন্ড=৮৬৪০০ সে.
অর্থাত্,৮৬৪০০ সে.= ৪০৯০৫০ নিমিষ
সুতরাং ১ নিমিষ= .২১১২ সে.
তাহলে নিমিষার্ধ বা নিমিষের অর্ধ=.১০৫৬সে.
এখন আসি যোজন এর হিসেবে।
বিষ্ণুপুরান এর ষষ্ঠ খন্ডের প্রথম অধ্যয়ে বলা হয়েছে-
১০ পরমানু= ১ পরাসুক্ষ্ম
১০ পরাসুক্ষ্ম= ১ ত্রসরেনু
১০ ত্রসরেনু= ১ মহীরজ
১০ মহীরজ= ১ বালাগ্র
১০ বালাগ্র= ১ লিক্ষা
১০ লিক্ষা = ১ যুক
১০ যুক= ১ যবোদর
১০ যবোদর= ১ যব
১০ যব = ১ অঙ্গুলি(প্রায় ৩/৪ ইঞ্চি)
৬ অঙ্গুলি= ১ পদ
২ পদ = ১ বিতস্তি
২ বিতস্তি = ১ হস্ত
৪ হস্ত = এ ধনু, ১ দন্দ অথবা পৌরুষ অথবা নারীকা= ৬ ফুট,২০০০ ধনু= ১ গব্যুতি = ১২০০০ ফুট
৪ গব্যুতি= ১ যোজন= ৯.০৯ মাইল
গননা-
তাহলে এখন আমরা গননা করতে পারি যে আলোর গতি কত।
২২০২ যোজন অতিক্রম করে ১/২ নিমিষে
অর্থাত্, ২২০২x ৯.০৯ বা ২০০১৬.১৮ মাইল অতিক্রম করে .১০৫৬ সেকেন্ডে।
তাহলে প্রতি সেকেন্ডে অতিক্রম করে,
১৮৯৫৪৭ মাইল।
বর্তমানে আলোর গতিকে ধরা হয় ১৮৬০০০ মাইল প্রতি সেকেন্ডে।অর্থাত্ বৈদিক মতের প্রায় সমান!
উল্লেখ্য যে আমরা যদিও ১ অঙ্গুলি= ৩/৪ ইঞ্চি ধরেছি তবে তা পুরোপুরি তা নয়।এজন্য হিসেবে সামান্য পার্থক্য হয়েছে।
-VEDA, The infallible word of GOD
ওঁ শান্তি শান্তি শান্তি
প্রাচীন বৈদিক গ্রন্থসমূহে 'নিমিষার্ধ' নামক একটি শব্দ ব্যবহৃত হয়ে থাকে।এর অর্থ 'নিমেষের অর্ধেক'।সংস্কৃতে নিমেষ চোখের পলক ফেলার সময় হিসেবে ব্যবহৃত হয়।
ড. এস এস দে এবং ড. পি ভি বর্তক এর ঋগবেদ এ আলোর গতি সম্বন্ধে করা একটি হিসেব নিচে দেয়া হল-
ঋগবেদ ১.৫০.৪ এ বলা হয়েছে তরনির বিশ্ববদর্শত জ্যোতিষ্কর্দশী সূর্য।
বিশ্বমা ভাসিরোচনম।।
অনুবাদ-সকল শুভময় বস্তুর কর্তা,হে জাজ্বল্যমান পরমাত্মা,তুমিই সকল দিককে আলোময় কর।
এই মন্ত্রের ভাষ্যে বর্তমান কর্ণাটকের বিজয়নগর রাজ্যের কোটাল সায়নাচার্য লিখেন(চতুর্দশ শতকে),
"তথ চ স্মর্যতে যোজনম।
সহস্রে দ্বি দ্বিশতে দ্বি চ যোজনে একেনা নিমিষার্ধেনা ক্রমমান।।
যার অর্থ আলো প্রতি নিমিষের অর্ধেকে ২২০২ যোজন পরিভ্রমন করে।
বেদে যোজন হল দূরত্বের একটি একক এবং নিমিষ হল সময়ের একটি একক।
নিমিষ কি?
মহাভারতের শান্তি পর্বের মোক্ষ ধর্ম অধ্যয়ে সময়ের এককগুলো বর্ননা করা হয়েছে এভাবে।
নিমিষ-১ কষ্ঠ
৩০ কষ্ঠ- ১ কাল
৩০.৩ কাল-১ মূহুর্ত
৩০মূহুর্ত- ১ দিবা-রাত্রি
আমরা জানি যে এক দিবারাত্রি হল ২৪ ঘন্টা।তাহলে ২৪ ঘন্টা বলতে আমরা পাই,
২৪ ঘন্টা= ৩০x৩০.৩x৩০x১৫ নিমিষ=৪০৯০৫০ নিমিষ
আবার আমরা জানি যে
১ ঘন্টা= ৩৬০০ সেকেন্ড
সুতরাং ২৪ঘন্টা= ২৪x ৩৬০০ সেকেন্ড=৮৬৪০০ সে.
অর্থাত্,৮৬৪০০ সে.= ৪০৯০৫০ নিমিষ
সুতরাং ১ নিমিষ= .২১১২ সে.
তাহলে নিমিষার্ধ বা নিমিষের অর্ধ=.১০৫৬সে.
এখন আসি যোজন এর হিসেবে।
বিষ্ণুপুরান এর ষষ্ঠ খন্ডের প্রথম অধ্যয়ে বলা হয়েছে-
১০ পরমানু= ১ পরাসুক্ষ্ম
১০ পরাসুক্ষ্ম= ১ ত্রসরেনু
১০ ত্রসরেনু= ১ মহীরজ
১০ মহীরজ= ১ বালাগ্র
১০ বালাগ্র= ১ লিক্ষা
১০ লিক্ষা = ১ যুক
১০ যুক= ১ যবোদর
১০ যবোদর= ১ যব
১০ যব = ১ অঙ্গুলি(প্রায় ৩/৪ ইঞ্চি)
৬ অঙ্গুলি= ১ পদ
২ পদ = ১ বিতস্তি
২ বিতস্তি = ১ হস্ত
৪ হস্ত = এ ধনু, ১ দন্দ অথবা পৌরুষ অথবা নারীকা= ৬ ফুট,২০০০ ধনু= ১ গব্যুতি = ১২০০০ ফুট
৪ গব্যুতি= ১ যোজন= ৯.০৯ মাইল
গননা-
তাহলে এখন আমরা গননা করতে পারি যে আলোর গতি কত।
২২০২ যোজন অতিক্রম করে ১/২ নিমিষে
অর্থাত্, ২২০২x ৯.০৯ বা ২০০১৬.১৮ মাইল অতিক্রম করে .১০৫৬ সেকেন্ডে।
তাহলে প্রতি সেকেন্ডে অতিক্রম করে,
১৮৯৫৪৭ মাইল।
বর্তমানে আলোর গতিকে ধরা হয় ১৮৬০০০ মাইল প্রতি সেকেন্ডে।অর্থাত্ বৈদিক মতের প্রায় সমান!
উল্লেখ্য যে আমরা যদিও ১ অঙ্গুলি= ৩/৪ ইঞ্চি ধরেছি তবে তা পুরোপুরি তা নয়।এজন্য হিসেবে সামান্য পার্থক্য হয়েছে।
-VEDA, The infallible word of GOD
ওঁ শান্তি শান্তি শান্তি
No comments:
Post a Comment