Wednesday, June 26, 2013

হতভাগিনী শিপ্রা ঘোষ -----

হতভাগিনী শিপ্রা ঘোষ -----

রিজওয়ানুর কান্ডে সারা কোলকাতার ছাত্র সমাজ , বুদ্ধিজীবী, সবাই প্রতিবাদে ঝাঁপিয়ে পরেছিল। তখন পুরো পার্কস্ট্রিট জুড়ে বিশেষ করে সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে কলকাতার সমস্ত এলিট ছাত্র ছাত্রীরা মোমবাতি জ্বালিয়ে আলো ঝলমল করে দিয়েছিল। তখন সমস্ত অফিস কাছারি, ট্রাম, বাস, ট্রেনে ওই ঘটনার আলোচনা হত প্রতিবাদ হত।

কিন্তু এবার সেই প্রতিবাদ কোথায় ???

বুদ্দিজিবীরা, ফিল্ম আর্টিস্টরা, গায়করা, চিত্রশিল্পী রা দু একজন বাদে সবাই চুপ। পার্ক স্ট্রিট বা অন্য কোথাও মোমবাতি জ্বলছেনা কেন?

ট্রেনে বাসে চাপছি কারও মধ্যে কোন হেলদোল নেই। অনেকে তো কিছুই ঘটেনি মনে করে ট্রেনে তাস খেলছে, গল্প করছে। আরে অন্তত আলোচনা তো হোক যে এটা জঘন্য ঘটনা হয়েছে। যেন এইরকম হতেই পারে বা এমন তো কতই হয় বা আরও কত হবে।

কলকাতার এইরকম উদাসীন ভাব দেখে খুব খারাপ লাগছে। প্রতিবাদ য়া হচ্ছে তা ওর নিজের গ্রাম থেকে হচ্ছে। এতো বড় ঘটনা সমস্ত শিক্ষিত সমাজ পুরো চুপ যেন এ ব্যাপারে কিছু বলা যাবে না। সাবাস sickullar কলকাতা !!

# শ্রী সন্জয় চেীধুরী , কলকাতা
by-Ami Hindu (আমি হিন্দু )

No comments:

Post a Comment