Wednesday, June 26, 2013

বাংলাদেশে একজন হিন্দু আইনজীবীও কি নেই যিনি এই বক্তব্যের প্রতিবাদে ‘ধর্মানুভূতিতে আঘাতের’ অভিযোগে মামলা করতে পারেন????????

বাংলাদেশে একজন হিন্দু আইনজীবীও কি নেই যিনি এই বক্তব্যের প্রতিবাদে ‘ধর্মানুভূতিতে আঘাতের’ অভিযোগে মামলা করতে পারেন????????

“হরে কৃষ্ণ হরে নাম আওয়ামী লীগের বাপের নাম” - রেহেনা আক্তার রানু
___________________________________

জাতীয় সংসদের অধিবেশনে আবারো কথার তুবড়ি ছড়ালেন সংরক্ষিত আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রানু বলেন, “ আওয়ামী লীগের পালানোর সময় হয়েছে। তারেক রহমান দেশে ফিরলে আওয়ামী লীগের দেশে থাকার কোনো উপায় থাকবে না। ‘হরে কৃষ্ণ হরে নাম’ করে আওয়ামী লীগ দেশ থেকে পালাবে।” তিনি বলেন, “ হরে কৃষ্ণ হরে নাম আওয়ামীলীগের বাপের নাম।”

বক্তব্য চলাকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে বারবার সতর্ক করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। এ সময় স্পিকার সাত বার মাইক বন্ধ করে দেন।

-কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো গয়েশ্বরের কি হবে গো ??

গত বৃহস্পতিবার সংরক্ষিত মহিলা সাংসদ নিলোফার চৌধুরী মণি ।
আর আজ আবার একই কথা বললেন সাংসদ রেবেকা বেগম রেণু ।
আমাদের অনুভূতি নেই তাই আঘাত লাগে না ।

No comments:

Post a Comment