Sunday, April 7, 2013

TMC কাউন্সিলর মোহাম্মদ ইকবাল কে গ্রেপ্তার করে কলকাতা পাঠানো হলো

কলকাতা ১০ মার্চ : সাব ইন্সপেক্টর তাপস চোধুরী হত্যা কেস এ অভিযুক্ত মোহামদ ইকবাল কে আজকে পেশ করা হলো কোলকাতা পুলিশ এর কাছে । মোহাম্মদ ইকবাল কে ফোন বুথ থেকে গ্রেপ্তার করা হই গয়া থেকে কাছে দেহরী অন সোনে নামক একটা জায়গা থেকে ৭ মার্চ । এই ইকবাল এর বিরুদ্ধে অভিযোগ আছে যে সে পুলিশ সাব ইন্সপেক্টর তাপস বাবুকে গুলি করে হত্যা করে গার্ডেন রীচ এর হরিমোহন কলেজ এ TMC এবং CONGRESS এর চলাকালীন ঝামেলার সময় । বিবাদ এর কারণ ছিল ছাত্র ইউনিয়ন এর ফর্ম বিতরণ কে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারী গত মাসে ।

এই ঘটনা মমতা বানের্জীর সরকারকে আবার একটা বড় প্রশ্নের সামনে উত্তীর্ণ করে , পশ্চিম বঙ্গের রাজ্যপাল এম কে নারায়ানান গত ১৪ই ফেব্রুয়ারী রাজ্য নগর উন্নয়ন মন্ত্রী ফির্হাদ ববি হাকিমের ওই অভিযুক্ত আসামী ইকবাল কে আড়াল করবার চেষ্টা কে সোজাসুজি নিন্দা করেন ।

সেই দিনই কলকাতা পুলিশ কমিশনার র ক পচনান্দা কে বদলি করে দেওআ  হই এবং এই কেস এর দায়িত্য দেওয়া হই CID ডিপার্টমেন্ট কে । প্রাথমিক ভাবে আসামী সন্দেহে শেখ শুভান সহ আরো ১২  জনকে কে গ্রেপ্তার করা হই পুলিশ অফিসার এর বিরুধ্যে গুলি চালানোর দায়ে ।

ইকবাল এর গ্রেপ্তার এর পর তৃনমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক বলেন যে আমি আর কি বলব ,এখন আইয়ীন তার পথে কাজ করবে । CPIM লিডার সূর্য কান্ত মিশ্র বলেন পুলিশ একজন কে গ্রেপ্তার করেছে ঠিক ই কিন্তু এই হিংসা মূলক ঘটনার নেত্রীতে  থাকা আসল লোক কে তো ধরা হচ্ছে না । মুখ্যমন্ত্রী  মমতা বন্দপাধাই এই সকল প্রশ্ন কে উপেখ্হা করে বলেন যে মিশ্রবাবু লেফ্ত্রন্ট এর ইচ্ছা অনুসারে যাতে ফির্হাদ হেকিম কে সরানো যাই তার চেষ্টা  করছেন ।

পশ্চিম বঙ্গ কি বৃহত্তর বাংলাদেশের একটা অংশ হিসেবে অন্তর্ভুক্ত হতে চলেছে আগামী দিনে


কলকাতা ১০ মার্চ : পশ্চিম বঙ্গ এখনো পর্যন্ত বাঙালি হিন্দুর একমাত্র সংখ্যা গরিষ্ঠ বাসভূমি কি বাংলাদেশের অংশ হতে চলেছে এইটা এখন একটা লক্ষ টাকার প্রশ্ন ? পশ্চিম বঙ্গ তথা গোটা পূর্ব ভারতের অবস্থা এখন আর আগের মত নেই ।   পূর্ব ভারত এর রাজ্য গুলির মধে অসম , পশ্চিম বঙ্গের  সাথে বাংলাদেশ ইসলামিক রাষ্ঠ্র এর সীমান্ত আছে । সীমান্ত পার করে দিনের পর দিন বাংলাদেশ এর লোকেরা বেঅয়িনী ভাবে ভারতে চলে আসে এবং ভারত ও বাংলাদেশ সীমান্তএর বেশির ভাগ অংশই এখনো পর্যন্ত খোলা খুব সামান্য অংশ তার দিয়ে ঘেরা । এই সুযোগে কে কাজে লাগিয়ে  বহূ বাংলাদেশী প্রতি বছর ভারতে চলে আসে । 

বর্ডার সিকিউরিটি ফোর্স বেশিরভাগ ক্ষেত্রেই ঘুষ নিয়ে এই অনৈতিক কর্মকান্ড কে সমর্থন করে । আর এর সাথে চলছে বাংলাদেশ এবং ভারত সীমান্তে অবাধ গরু এবং গবাদি পশুর  কারবার । সাথে আছে জাল নোটের কারবার সরকার জেনেও না জানার ভান করে প্রাক্তন  বামফ্রন্ট  সরকার  এই বাপরে কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেইনি যাতে এই বড় সমস্যা টা কে সমাধান করা যাই । তাদের কাছে দেশের সার্থের থেকে নিজেদের গদি বাচানোর চিন্তা বেশি ছিল তাই তারা মুসলমান ভোট হারাবার ভয়ে নিরব ভূমিকা  পালন করে এসেছে দীর্ঘ ৩৪ বছর , আর বর্তমান সরকার ও কিছু  করবে বলে মনে হইনা ।

ভারত বর্স এখন আক্রান্ত সন্ত্রাস এবং ষড়যন্ত্রের খুব সিঘ্রই DGFI এবং  ISI ভারত কে ভেঙ্গে পুরো পূর্ব ভারত কে এবং উত্তর প্রদেশ , বিহার ,  কাশ্মির , জম্মু  কে একসাথে নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান কে যুক্ত  করবার একটা পরিকল্পনা নিয়েছ

হযরত মোহাম্মদ কেন কল্কি অবতার ননঃ ইসলামী অপপ্রচারের জবাব




মুহম্মদ কি কল্কি পুরান এর কল্কি অবতার?এ নিয়ে ইসলামিক অপপ্রচার আর প্রকৃত সত্যের তফাত টা নিজেরাই দেখে নেই-
1. কল্কি পুরান এ বলা আছে কল্কি অবতার এর পিতা মারা যাবে তার জন্মের পর কিন্তু মুহম্মদ এর ক্ষেত্রে উল্টো হয়েছিল। (1:2:15 Kalki Purna)
2.//কল্কি পুরান 2nd অধ্যায় ১৫নং অনুচ্ছেদে আছে যে
তিনি জন্ম নিবেন মাসের এক ১২ তারিখে ( মোহাম্মাদ (সঃ) ১২ ই রবিউল আউয়াল মাসের ১২তারিখে জন্ম গ্রহন করেছিলেন)//
এই দাব
3.//আর বলা আছে তার বাবার হবে বিষ্ণুইয়াসি যার অর্থ সৃষ্টিকর্তার গোলাম। আব্দুল্লাহ শব্দের অর্থ ও সৃষ্টিকর্তার গোলাম।//আসলে নামটা হবে বিষ্ণুযশ যার অর্থ "ঈশ্বরের গর্ব",সৃষ্টিকর্তার গোলাম নয়4.//সুমতিঃ “সু” অর্থ শান্ত এবং “মতি” অর্থ আত্মা বা হৃদয়। অর্থাৎ “সুমতি” শব্দের অর্থ পরিতুষ্ট আত্মা। আবরীতে “আমিনা” শব্দের অর্থও শান্ত বা পরিতুষ্ট আত্মা। (আমিনা নবীহযরত মুহাম্মদের মাতার নাম)//মতি অর্থ আত্মা তা এই প্রথম শুনলাম।হাহাহা4.//এবার আসুন সংস্কৃত “শম্ভুল” শব্দ কি বুঝানো হয়েছে?ভারতের বৈদিক যুগের পন্ডিতরা পৃথিবীর স্থলভাগকে সাতটি অঞ্চলে ভাগ করেছিলেন।১.জম্বুঃ ভারত, তিব্বত ও চীনঅঞ্চল২.শাকঃ পারস্য ও ইরাক অঞ্চল৩.কুশঃ আফ্রিকা অঞ্চল৪.ক্রৌঞ্চঃ ইউনান বা গ্রীস৫.প্লক্ষ৬.পুষ্করঃ স্পেন ও ইতালী অঞ্চল৭.শম্ভুলঃ আরব অঞ্চল//৫.এই তথ্যটি জাকির কোথাথেকে পেলেন তা জানিনা।তবে শম্ভুল কোন অঞ্চল নয় বরং কল্কির জন্ম নেয়া গ্রামের নাম।আর এই গ্রামটি আরব এ নয় বরং যমুনা ও গঙ্গার মাঝামাঝি অবস্থিত।(Kalki purana 3/39)6.//সাধারণত সব হিন্দু বিশ্লেষক রা মানেন যে বেদে মোহাম্মাদ (সঃ) এর কথা বলা হয়েছে। কিন্ত সাধারন হিন্দুরা কেন জানি মানতে চায় না জানি না।//আরেকটা বড় মিথ্যা।কোন হিন্দু গ্রন্থবিশারদ ই এটা বলেননি।7.আরো কয়েকটি ব্যাপার যেমন কল্কি পুরান(3/43) এ লেখা হয়েছে তাকে তার গুরু রামদেব বেদ শেখাবেন।এখন কথা হল মুহম্মদ কি বেদ শিখেছিলেন?8.Brahmanda purana(1/2/31/76-106),vayu purana(58/75-110) হতে যানা যায় যে কল্কি পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে যাবেন এবং সেখানকার খারাপ লোকদের হত্যা করবেন,এতে আর খুব কম লোক ই অবশিষ্ট থাকবে এবং তাদের মাধ্যমে আবার সত্যযুগ শুরু হবে।এগুলো কি মুহম্মদ এর সাথে মেলে।9.কল্কি পুরান 3/43 এ দেয়া হয়েছে কল্কি এবং তার স্ত্রী নিরামিষভোজী ছিলেন।মুহম্মদ ও তার স্ত্রী ছিলেন কি?তাই এসব অপপ্রচার এর বিরুদ্ধে সজাগ থাকুন(চলবে)
 সোর্স : বাঙালি হিন্দু পোস্ট 

বেদে হযরত মোহাম্মদের সম্পর্কে কোন ভবিষৎবাণী নেই


বেদ হিন্দুদের সর্ব্বোচ্চ ধর্মগ্রন্থ এবং অলঙ্ঘনীয়কোন কিছু বেদে থাকলেই যে কোন হিন্দু তা মেনে নেবে আর এই সুযোগটাই কিছু দিন ধরে নিচ্ছে কতিপয় ইসলামিক মিথ্যাবাজ যারা প্রচার করছে বেদে মুহম্মদ এর কথা উল্লেখিত আছে এবং তাকে ঋষি ও স্বর্গীয় বার্তাবাহক বলা হয়েছেতাদের এহেন দাবী পর্যালোচনা করে দেখা যাক-


অথর্ববেদ ২০/১২১/১-৩//(১)তিনি নরসংশ যার অর্থ প্রশংসিত,তিনি কৈরামা অর্থাত্‍ শান্তির রাজপুত্র,যিনি ৬০০৯৯ জন শত্রুর মধ্যেও নিরাপদ ছিলেন-যেহেতু মুহম্মদ শব্দের অর্থও প্রশংসিত আর তখনকার সময়ে মক্কার অধিবাসী সংখ্যাও ছিল প্রায় ৬০০০০ সেহেতু এটা মুহম্মদ কেই ইঙ্গিত করা হয়েছে//



ANALYSIS-নরসংশ শব্দের অর্থ কোনভাবেই 'প্রশংসিতনয় বরং প্রশংসাকারী,তাই এটার অর্থ মুহম্মদ এর সমার্থক নয়আর যদি হতও তারপরও নামের অর্থ মিল দিয়েএরুপ বলাটা হাস্যকরযেমন ধরুন'বিসমিল্লাহির রহমানির রাহিমযার অর্থ সংস্কৃত তে 'দয়ানন্দ কি জয়'তার মানে কি এই যে কোরানস্বামী দয়ানন্দ স্বরস্বতী এর জয় ঘোষনা করছে?কৈরামা শব্দের অর্থ আসলে হচ্ছে যিনি শান্তির সাথে পৃথিবী তে বসবাস করেসারাজীবন অসংখ্য রক্তহ্ময়ী যুদ্ধে লিপ্ত থাকা মুহম্মদ তাই ছিলেন কি?পরন্তু মক্কার অধিবাসী কত ছিল তা কোন জায়গায় ই লিপিবদ্ধ নেইএটা সম্পুর্নমনগড়া কল্পনা



//(২)তিনি উট আরোহনকারী ঋষি যার রথ স্বর্গ স্পর্শ করে-যেহেতু উটের কথা বলা হয়েছে সেহেতু এটা মরুভুমির কথাএছাড়া মনুসংহিতা(11/ 202)মতে একজন ব্রাক্ষ্মন এরউটে চরা নিষিদ্ধ সেহেতু এটাকোন ভারতীয় এর কথা বলা হয়নি//


ANALYSIS-Manusa mhita(11/202) এ বলা হয়েছে ব্রাক্ষ্মন এর নিষিদ্ধ কিন্তু বেদের এই সুক্তটি একজন রাজর্ষি বা ক্ষত্রিয় ঋষির জন্যঅপরদিকে মরুভুমিশুধু আরবে নেই ভারতেও আছে(রাজস্থান)



// (৩)তিনি একজন 'MAMAH' ঋষি যাকে দেয়া হয়েছে ১০০ টি স্বর্নমুদ্রা,১০ টি হার,৩০০টা অশ্ব,১০০০০ গাভী-এখানে MAMAH অর্থ উচ্চ শ্রদ্ধাযুক্ত,১০ ০ টি স্বর্নমুদ্রা দিয়ে মুহম্মদএর ১০০ জন অনুসারী এবং ১০ টি হার দিয়ে ১০ জন সাহাবীকেবোঝানো হয়েছেএছাড়া গো অর্থ গরু ছাড়াও GAW or Go to war এবং এর মাধ্যমে যুদ্ধে যাওয়া ১০০০০ সাহাবী কে বোঝানো হয়েছেতাছাড়া গরু খুবই দয়াশীল ও শান্ত প্রানী,ঠিক যেমন ছিলেন মুহম্মদ এর ওই সৈন্যরা//


ANALYSIS-এখানে শব্দটি MAMAH নয় বরং MAMAHE(MAMA-আমি,AHE-দেই),কোনভা বেই যার অর্থ উচ্চ শ্রদ্ধাশীল নয়এছাড়া কোনখানেই পাওয়া যায়না যে গো অর্থ GO TO WAR হতে পারেগোপথ ব্রাক্ষ্মন এ গো অর্থ দেয়া হয়েছে-গরু,পৃথিব ীকিন্তু যখনই কোন উপহার অথবা দানের কথা(যেটা এখানে বলা হচ্ছে) বলা হয় তখন গরু অর্থটা প্রযোজ্যআর গরু অর্থ দয়াশীল এবং শান্তই হয়ে থাকেতবে মুসলমানরা গরু মারে কেন?এখন আবার ১০টি হার ১০জনসাহাবী হয়ে গেছেহাহাহামুস া এরও তো ১০ জন অনুসারী ছিলতাহলে এখন ইহুদিরা যদি দাবী করে এটা MOSES এর কথা বলেছে?


তাহলে মন্ত্র ৩টির প্রকৃত অর্থ দাড়ায়-
1/He who praises,dwells peacefully is kept away from 60090 types of ANTAAHINDRIYA enemy

2/ He(the rishi of this suktam)has 20 camel riding chariot(
রথ,কিন্তু মুহম্মদ কখনও রথে চড়েননি) whose chariot are reachable to heaven.

3/He who is such virtuous,I give him wealth as like as 100 gold coins,10 chaplets,300 horses,10000 cow.
অর্থাত্‍ এখানে কোথাও মুহম্মদ সম্পর্কিত কিছু নেই

//ঋগবেদ ১/৫৩/ ৯ এ ঋষিকে বলা হয়েছে SUSHRAMA যার অর্থ প্রশংসিত,মুহম্মদ শব্দের অর্থও একই//
আবার ও শব্দের বিকৃতিএখানে শব্দটি হচ্ছেSUSHRAVASA যার অর্থGOOD LISTENER/ RELIABLE FRIEND

//অথর্ববেদ ২০/২১/৬এখানে একটি শব্দ আছে Karo যার অর্থ Praying oneআরবীতে যার অর্থ আহমদ,মুহম্মদ এর অপর নাম//
প্রথমত KARO শব্দের অর্থ Ofwhom,praying one নয়উপরন্তু এখানেKARO বলতে কোন শব্দই নেইএখানে শব্দটি হচ্ছে KARAVE যার অর্থAction orientedসাধারন হিন্দুদের অজ্ঝানতার সুযোগনিয়ে এসব অপপ্রচার চালাচ্ছে তারাতাই আমাদের সকলের ই বেদ শিক্ষা অত্যন্তজরুরি

By-Niloy Arya

দীর্ঘ একমাস ভিবিন্ন কারণবসত বাঙালি হিন্দু বার্তা সাইট আপডেট করা হইনি

গত একমাসে  যথারীতি  ঘটে  গেছে বহু ঘটনা  তার আপডেট এখানে পোস্ট করা হলো 

১)  হিন্দু   সমহতি নেতা তপন কুমার ঘোষ কে গ্রেপ্তার করে প্রায় ১৯ দিন   জেল  হেফাজতে  বন্ধ করে  রেখেছিল কলকাতা পুলিশ । কিন্তু ভিবিন্ন আন্তর্জাতিক এবং ভারতীয় মানবাধিকার সংঘঠনের যৌথ উদোগে শেষ পর্যন্ত নির্দোষ তপন ঘোষ কে  পশ্চিম বঙ্গ  সরকার ছাড়তে বাধ্য হলো । 

২) এদিকে অপার বাংলায় মানে তথাকথিত বাংলাদেশ এ অন্নায় ভাবে এক অসাংবিধানিক মৌলবাদী মুসলমান দাবির কাছে মাথা  নত করলো বাংলাদেশ সরকার । বাংলাদেশে ৮৪ জন  নাস্তিক ব্লগার এর তালিকা বের করে সরকারি ভাবে ঘোষণা করা হই যে  প্রতেকের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে ।  ইতিমধেই ৩ জন ব্লগার কে  গ্রেপ্তার  করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কার্যকারী করা হয়েছে ।