Wednesday, June 26, 2013

ব্রেকিং নিউজ... “বাংলাদেশের সংসদ সদস্যরা হিন্দুধর্ম গ্রহণ করতে ব্যস্ত হয়ে পড়েছেন।”

ব্রেকিং নিউজ...
“বাংলাদেশের সংসদ সদস্যরা হিন্দুধর্ম গ্রহণ করতে ব্যস্ত হয়ে পড়েছেন।”

সম্প্রতি বাংলাদেশের সাংসদেরা হিন্দুধর্মের একটি জনপ্রিয় ধর্মবাক্য জানতে পারে-

“একবার কৃষ্ণ নামে যত পাপ হরে।
মানবের সাধ্য নাই তত পাপ করে।।”

এই বাক্য জানার পর থেকেই সাংসদগণ কৃষ্ণ নাম নিতে ব্যস্ত হয়ে পড়েন। তারা কথার মাঝে মাঝেই কৃষ্ণ নাম উচ্চারণ করেন। এমনকি বাংলাদেশের বড় বড় মোল্লা-মাওলানারাও বিভিন্ন ওয়াজ মাহফিলে ভগবানের পবিত্র কৃষ্ণ নাম উচ্চারণ করে থাকেন।

বন্ধুরা, অজামিলের কাহিনী মনে আছে নিশ্চয়? আপনি ভক্তিভরে ঈশ্বরকে উদ্দেশ্য করেই ডাকেন আর এমনি এমনিই ডাকুন না কেন, ভগবানের না উচ্চারণ করলেই তাতে কাজ হবে।

একবার কালেমা পাঠ করলে যদি কেউ মুসলমান হয়ে যায়, তবে একবার কৃষ্ণ নামেও যে কেউ হিন্দু হয়ে যাবে।

জয় শ্রীকৃষ্ণ

(সংসদে হিন্দুদের নামে কটূক্তির প্রতিবাদে)
-Hinduveer

No comments:

Post a Comment