Wednesday, June 26, 2013

ভোলার লালমোহনে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর

ভোলার লালমোহনে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর

ভোলা: ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে একটি দুর্গমন্দিরে হামলা চালিয়ে তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাধারণ হিন্দুরের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্দির কর্তৃপক্ষের বরাত দিয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রাতের আধারে রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারের ৬নং ওয়ার্ডের ঠাকুর বাড়ি সার্বজনীন দুর্গ মন্দিরে একদল দুর্বৃত্ত হামলা চালায়।

এ সময় ওই মন্দিরের একটি দুর্গা প্রতিমা, একটি কালী মাতা ও একটি স্বরসতি প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বিস্তারিত জানা যায়নি। পুলিশ তদন্ত করে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাবে।

উল্লেখ্য, এরকিছু দিন আগে পাশ্ববর্তী ইউনিয়ন লর্ডহাডিঞ্জ এ একটি কালী মন্দিরে হামলা চালিয়ে ৫টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। একের পর এক মন্দির ভাঙচুরের ঘটনায় ওই এলাকার হিন্দুরের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=c9cf7b139ec7ce0dcc58e5c7cbd6a465&nttl=16062013204181

No comments:

Post a Comment