Wednesday, June 26, 2013

আজ জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব -------------------------------------------------------------------------- জগন্নাথদেবের স্নানযাত্রা কি ?

আজ জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব
--------------------------------------------------------------------------
জগন্নাথদেবের স্নানযাত্রা কি ?

রথ যাত্রার ১৬দিন পূর্বের পূর্ণিমায় ভগবান জগন্নাথদেবকে স্নান করানো হয়। তারপর ভগবান ১৪দিন অসুস্থ লীলা করেন । সেই দিন থেকে ভগবানকে রথ যাত্রার আগ পর্যন্ত বিশেষভাবে মন্দিরে ভক্তদের দর্শন দান করেন না ।

স্নানযাত্রা কেন ?
ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুর মনু পৃথিবীতে ভগবানকে দর্শন করবার জন্য একটি মহাযজ্ঞের আয়োজন করেন,সেই যজ্ঞের প্রভাবে জগন্নাথদেবের আগমন ঘটে । সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ।সেইজন্য এইদিনটিকে বলা হয় জগন্নাথদেবের আবির্ভাব তিথি ।

শ্রীজগন্নাথদেব স্বয়ম্ভুর মনুকে বলেন যে তারা যেন সবাই মিলে পবিত্র জলে শ্রীজগন্নাথদেবকে স্নান করান ।এতে মন-প্রাণ শুদ্ধ হবে, এবং সত্‍ইচ্ছা পূর্ণ হবে।

এই জন্য এই স্নানদিবসে সুসজ্জিত স্নানবেদীতে জগন্নাথকে মহাসমারোহে স্নান করানো হয়ে থাকে।

তথ্যসূত্র : রথ যাত্রা

No comments:

Post a Comment