Wednesday, June 26, 2013

আমেরিকার বিচারপতি হলেন সনাতন ধর্মাবলম্বী শ্রীকান্ত শ্রীনিবাসন

আমেরিকার বিচারপতি হলেন সনাতন ধর্মাবলম্বী শ্রীকান্ত শ্রীনিবাসন

শ্রীনিবাসন প্রথম কোনো দক্ষিণ এশীয়, যিনি আমেরিকার কোর্টে বিচারপতি হিসেবে যোগ দিতে যাচ্ছেন। ১৮-০ ভোটে শ্রীনিবাসনের নাম বিচারপতি হিসেবে গৃহীত হয়। ভোটদাতাদের প্যানেলে ছিলেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের প্রতিনিধিরা।

৪৬ বছর বয়সী এ আইন বিশেষজ্ঞ ভারতের চণ্ডীগড়ে জন্মগ্রহণ করেন। স্ট্যানফোর্ড আইন কলেজের ছাত্র শ্রীনিবাসন ২০০২ সালে ইউনাইটেড স্টেট সলিসিটার জেনারেল অফিসে যোগ দেন। এর পর তিনি তার কাজের জন্য খ্যাতি লাভ করেন গোটা আমেরিকায়।

২০০৩ সালে তিনি অ্যাটর্নি জেনারেল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স এবং ২০০৫ সালে অফিস অফ দি সেক্রেটারি অফ ডিফেন্স পুরস্কার পান।


### এই কীর্তিমান হিন্দুর জন্য কয়টি লাইক = স্যালুট ??

No comments:

Post a Comment