বাংলা ভাষা

বাংলা ভাষা এই মুহুর্তে পৃথিবীতে বহুল প্রচলিত ভাষা  গুলির মধ্যে একটি , এই ভাষা ভিবিন্ন স্থানের মানুষেরা বোলে থাকেন । বাংলা ভাষা সরকারি ভাবে বাংলাদেশের রাষ্ঠ্র ভাষা এবং এ ছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা , ঝাড়খন্ড, অসম , বিহার , নর্থ ইস্ট , এবং আরো ভিবিন্ন স্থানে বলা হয়ে থাকে । বাংলা ভাষা বলা এবং লেখা সহজ তাই চেষ্টা করলেই যে কেউ এই ভাষা রপ্ত করতে পারে । এই ভাষা কে বিশ্বের দরবারে পৌছে দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা সাহিত্য হলো একটা বিশাল খাজানা যা না  পড়া থাকলে অনেক কিছুই বাকি থেকে যাই । 

No comments:

Post a Comment