Friday, March 8, 2013

পশ্চিমবাংলাতে আবারও হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের তাণ্ডবঃ অসহায় মানবতা


কলকাতা  ৮ মার্চ :  : ভারতে পশ্চিমবঙ্গের পুলিশ বলছেএক মুসলমান ধর্মপ্রচারক সন্দেহভাজন ছিনতাইবাজদের গুলিতে নিহত হওয়ার পরে কলকাতার আশেপাশের কয়েকটি এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিংজয়নগর-কুলতলিভাঙ্গর এবং হাওড়া জেলার অনেক অঞ্চল থেকে হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেছে প্রায় ১৫০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কয়েকটি এলাকায় ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে রাজ্য মন্ত্রিসভার এক সদস্য বলছেন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে পুলিশ-প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা তো ঘটনাটা নিয়ে কথা বলতে চাইছেন না তবে উর্দ্ধতন পুলিশ অফিসাররা জানিয়েছেন ক্যানিং এলাকায় ধর্মপ্রচার সেরে মোটরসাইকেলে চেপে বাড়ি ফেরার সময়ে সোম আর মঙ্গলবারের মধ্যবর্তী গভীর রাতে সন্দেহভাজন ছিনতাইকারীরা আক্রমণ করে রুহুল কুদ্দুস ও তাঁর সঙ্গী সিরাজ ইসলামকেগুলিতে নিহত হন রুহুল কুদ্দুস তাঁর বাসস্থান দক্ষিণ ২৪ পরগনার ঘুঁটিয়ারি শরিফ এলাকায় খবর পৌঁছলে সেখানকার মানুষ অশান্ত হয়ে ওঠেন ধর্মপ্রচারের কারণে বিস্তীর্ণ অঞ্চলে মুসলমানদের মধ্যে তিনি পরিচিত ছিলেন সব জায়গাতেই উত্তেজনা ছড়াতে থাকে ক্যানিং এলাকায় ৪ টি হিন্দু গ্রামের ১৫০টিরও বেশি ঘর জ্বালিয়ে দেওয়া হয় অথচ আহত ইমামকে প্রথম উদ্ধার করে হিন্দুরাই। প্রথমে প্রশাসন কাজে নামতে কিছুটা দেরি করে বলে অভিযোগ উঠেছে কলকাতার মিনি পাকিস্তান অর্থাৎ মুসলিম অধ্যুষিত এলাকা পার্ক সার্কাস আর মেতিয়া বুরুজ থেকে ট্রাকে ট্রাকে মুসলমান গিয়ে হিন্দুদের মারতে থাকে। বিশাল পুলিশবাহিনীৠাপিড অ্যাকশন ফোর্স,দমকলবাহিনী প্রভৃতি পৌঁছয় ক্যানিং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরাও চলে যান তবে ততক্ষণে কলকাতা আর হাওড়ার অনেক জায়গাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে সবথেকে বেশি উত্তেজনা এখনও রয়েছে জয়নগর-কুলতলি এলাকায় সেখানে উত্তেজনা যাতে আর না বাড়ে,সেজন্য আজ বুধবার ১৪৪ ধারা জারি করা হয়েছে জয়নগর এলাকায় কয়েকটি হিন্দু সংগঠন পথ অবরোধ করেছিল আজ সকালে। তাদের লাঠি চালিয়ে সরিয়ে দেয় পুলিশ ভাঙ্গড় এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন মুসলমান সম্প্রদায়ের মানুষজন তবে বাড়িতে অগ্নিসংযোগ বা অন্য কোনও হিংসাত্মক ঘটনা আজ আর নতুন করে কোথাও ঘটে নি দমকল মন্ত্রী জাভেদ খান বিবিসিকে বলেছেন যে শেষমেশ বুধবার সকালের দিক থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা গেছেযদিও উত্তেজনা এখনও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ মহাকরণে ধর্মঘট নিয়ে কথা বলতে গিয়ে একাধিকবার ক্যানিংয়ের ঘটনাটার ইঙ্গিত দিয়েছেন কোন্‌ এলাকায়কী হয়েছেসেসব কিছু না বললেও তিনি বলেছেন যে দাঙ্গার পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করা হবেযে কেউকোনও ইস্যুতে পথ অবরোধঅগ্নিসংযোগ করবেনদাঙ্গার পরিস্থিতি তৈরি হবে -- এটা প্রশাসন হতে দেবে না
 ১ https://www.facebook.com/media/set/?set=a.2979335299556.76261.1747135761&type=1

http://timesofindia.indiatimes.com/city/kolkata/Violence-after-villager-murder/articleshow/18584231.cms
https://www.facebook.com/tapan.ghosh.1297/posts/418504664910659

No comments:

Post a Comment