Wednesday, March 6, 2013

আমাদের আগমন

বাঙালি হিন্দু  বার্তা : বাঙালি হিন্দু বার্তা  এই ব্লগ বানানোর প্রধান কারণ হলো যে বাঙালি হিন্দু এবং সমগ্র হিন্দু বিশ্ব কে অবহিত করা আমাদের উপর যে অত্যাচার হচ্ছে তা তুলে ধরা। বাঙালি হিন্দুর বিরুদ্ধে একটা অভিযোগ করে সবাই যে বাঙালি রা  নাকি ইতিহাস চর্চা করে না এটা ভুল কথা  এবং এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের একজোট হবার সময় এসেছে। এখন থেকে বাঙালি হিন্দু বার্তা ক্রমাগত ভাবে বাঙালি এবং অন্য সমস্ত হিন্দু সম্প্র্যদায়ের সুখ দুখ্হের কথা তুলে ধরবে । আমার আশা এই ব্লগ টি খুব শিগ্রই সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবে আপনাদের কাছে আমার অনুরোধ । আপনাদের সহযোগিতা কাম্য এই প্রজেক্ট  টি কে আরো শ্কাতিশালী করে  সবার  কাছে পৌছে দেবার জন্য আপনাদের হেল্প দরকার।

1 comment:

  1. এগিয়ে যান আমরা আছি

    ReplyDelete