ধর্মনিরপেক্ষতা কি প্রকৃত পক্ষে একটা মন ভোলানো এবং ভন্ডামি না এটি একটি অস্তিত বিহীন শব্দ। আমাদের এই বার এটা ভাববার সময় হয়ে এসেছে গত ১৯ এ ফেব্রুয়ারী ক্যানিং পশ্চিমবঙ্গ এ হয়ে গেল একটা ভয়াবহ ঘটনা একজন মৌলবীর মৃত্যু কে কেন্দ্র করে হিন্দু দের উপর নেমে এল আক্রমণ। হিন্দু দের বাড়ি পুরল মান সম্মান গেল সাথে প্রায় ১৫ কোটি টাকার সম্পত্তি নষ্ঠ হলো প্রশ্ন হলো মৌলবীর মৃত্যু দুখ্যাদায়ক ঘটনা কিন্তু তার জন্য হিন্দু দের উপর আক্রমণ কেন হবে ? হিন্দু দের কে মারলে পেটালে কি মরা মৌলবী আবার বেচে উঠবে নিশ্চয় না । আসল বাপার হলো হিন্দু রা এতটাই এখন নরম টার্গেট হয়ে গেছে যে আজকে কলকাতায় পিটানি খায় তো কাল ঢাকা তে পরশু সিডনি অস্ট্রেলিয়া তে। আমরা দেখেছি কি ভাবে মোহাম্মদ ফিদা হুসসেইন ইচ্ছাকৃত ভাবে বারবার হিন্দু দেব দেবী দের নোংরা ছবি আকতেন এবং হিন্দু সেন্টিমেন্ট নিয়ে ছেলে খেলা করতেন। কারণ একটাই হিন্দু দের ধর্ম আজকে এতটাই লিবারেল যে যা খুশি বলতে পারে । আফসোসের বিসয় হলো অন্য কোনো ধর্ম কিন্তু এত লিবারেল নই । তাহলে কি ধরে নেব এটা ধর্মনিরপেক্ষতা না শয়তানি বাক সাধীনতা থাকা ভালো তার সাদ্বাবাহার করাও ভালো কিন্তু এটা কে উপলখ্হ করে যদি বার বার একটা পরিকল্পনা বসত কোনো খারাপ কিছু করবার চেষ্টা করা হই তাহলে সেটা বোধই ভালো না সমাজের জন্য । বাংলাদেশ এ এখনো পর্যন্ত প্রায় ৫০ জন নির্দোষ হিন্দু মারা গেছে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এর করা তান্ডবে আমার প্রশ্ন বাংলাদেশের হিন্দু দের কি অপরাধ যুদ্ধাপরাধী হুসসেইনি মৃত্যুদন্ড হিন্দু রা ঘোসনা করে নি । সমস্যা হলো অন্য জায়গায় হিন্দু রা এখন হলো অনেকটা আপেল এর মত ছুরি আপেল এর উপর রাখলেও আপেল কাটে আর আপেল নিচে রেখে ছুরি উপর থেকে ফেললেও আপেল ই কাটে । যাই হোক হিন্দু দের মান সম্মান নিয়ে বাচার অধিকার আছে কিন্তু তার জন্য হিন্দু দের কে সংগ্রাম করতে হবে এবঙ চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে
No comments:
Post a Comment