Wednesday, August 7, 2013

আসিফ মহিউদ্দিন ১ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেলেও তার জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় কাটছে না

নতুন করে এক মাসের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন আসিফ মহীউদ্দিন।
মহানগর দায়রা জজ আদালতের মাননীয় বিচারক জহুরুল হক আজ এই জামিন মঞ্জুর করেন। আসিফের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন
তসলিম। এর আগে আসিফের আইনজীবী চৌধুরি সানাউল হকের দায়িত্বহীন এবং কিছুটা রহস্যময় আচরণের কারণে আসিফকে জেলে যেতে হয়।
সানাউল হক আসিফ এবং তার আত্মীয়দের ভুল তথ্য দেন যার প্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যে জামিনের মেয়াদ বাড়িয়ে নেয়া যায়নি। নিজের ভুল ঢাকতে এরপর তিনি যা করেন সেটা ন্যাক্কারজনক।
তিনি পিটিশনে উল্লেখ করেন যে আসিফ হাজির হতে চায়নি, তিনি জোর করে শেষ পর্যন্ত তাকে কোর্টে হাজির করেছেন।
তার এই বক্তব্য ডাহা মিথ্যা। আসিফ প্রতিবাদ করায় তিনি তার আইনজীবী হয়েও এজলাসে আসিফের উপর চড়াও হন এবং আসিফকে বেয়াদপ ব্লগার বলে অভিহিত করেন। হাজিরার আগের দিন সানাউল হক আসিফের বোনদের জানান, সকল কাগজপত্র প্রস্তুত আছে এবং তিনি যথাযথভাবে তা হাজির করবেন।
আশ্চর্যজনকভাবে তিনি প্রয়োজনীয় কোনো কাগজই কোর্টে জমা দেননি যার সবকিছুই তার ফাইলে আছে। এর প্রেক্ষিতে আদালত মূলত: প্রয়োজনীয়
কাগজপত্রের অনুপস্থিতিকে দায়ী করে আসিফের জামিন বাতিল করেন।
এরপর চৌধুরি সানাউল হককে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তিনি নানান টালবাহানা চালাতে থাকেন। তার ফাইল থেকা কাগজ পত্র গুলি দিতে গড়িমসি করেন
এবং নো অবজেকশন সার্টিফিকেট দেবেন না বলে জানান। যাহোক শেষ পর্যন্ত
তাকে বাদ দেয়া যায় এবং নো অবজেকশন সার্টিফিকেট ছাড়াই অন্য আইনজীবীরা আজকের শুনানীতে অংশ নেন । 
 

No comments:

Post a Comment