Friday, July 12, 2013

"হিন্দুরা হিন্দু বানায় না। অর্থাৎ এরা কনভার্ট করে না।

"হিন্দুরা হিন্দু বানায় না। অর্থাৎ এরা কনভার্ট করে না। হিন্দু হওয়া সম্ভব না, যদিনা হিন্দুর ঘরে জন্ম হয়। একমাত্র হিন্দুর ঘরে জন্মানোর মাধ্যমেই হিন্দু হওয়া সম্ভব"। পক্ষান্তরে "ইসলাম কেও ত্যাগ করতে পারে না, কেও যদি ইসলাম ত্যাগ করে তাহলে তার শাস্তি মৃত্যু দন্ড"। পাডা-পুতার ঘষাঘষি মরিচের বেহাল দশা। দুইজনের মৌলবাদীত্ব দুই রকম। ইসলামের অবস্থা যদি দক্ষিন মেরুতে হয় তাহলে মালুদের (হিন্দু) অবস্থান উত্তর মেরুতে। হা!হা!হা!


No comments:

Post a Comment