গত একমাসে যথারীতি ঘটে গেছে বহু ঘটনা তার আপডেট এখানে পোস্ট করা হলো
১) হিন্দু সমহতি নেতা তপন কুমার ঘোষ কে গ্রেপ্তার করে প্রায় ১৯ দিন জেল হেফাজতে বন্ধ করে রেখেছিল কলকাতা পুলিশ । কিন্তু ভিবিন্ন আন্তর্জাতিক এবং ভারতীয় মানবাধিকার সংঘঠনের যৌথ উদোগে শেষ পর্যন্ত নির্দোষ তপন ঘোষ কে পশ্চিম বঙ্গ সরকার ছাড়তে বাধ্য হলো ।
২) এদিকে অপার বাংলায় মানে তথাকথিত বাংলাদেশ এ অন্নায় ভাবে এক অসাংবিধানিক মৌলবাদী মুসলমান দাবির কাছে মাথা নত করলো বাংলাদেশ সরকার । বাংলাদেশে ৮৪ জন নাস্তিক ব্লগার এর তালিকা বের করে সরকারি ভাবে ঘোষণা করা হই যে প্রতেকের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে । ইতিমধেই ৩ জন ব্লগার কে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কার্যকারী করা হয়েছে ।
১) হিন্দু সমহতি নেতা তপন কুমার ঘোষ কে গ্রেপ্তার করে প্রায় ১৯ দিন জেল হেফাজতে বন্ধ করে রেখেছিল কলকাতা পুলিশ । কিন্তু ভিবিন্ন আন্তর্জাতিক এবং ভারতীয় মানবাধিকার সংঘঠনের যৌথ উদোগে শেষ পর্যন্ত নির্দোষ তপন ঘোষ কে পশ্চিম বঙ্গ সরকার ছাড়তে বাধ্য হলো ।
২) এদিকে অপার বাংলায় মানে তথাকথিত বাংলাদেশ এ অন্নায় ভাবে এক অসাংবিধানিক মৌলবাদী মুসলমান দাবির কাছে মাথা নত করলো বাংলাদেশ সরকার । বাংলাদেশে ৮৪ জন নাস্তিক ব্লগার এর তালিকা বের করে সরকারি ভাবে ঘোষণা করা হই যে প্রতেকের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে । ইতিমধেই ৩ জন ব্লগার কে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কার্যকারী করা হয়েছে ।
No comments:
Post a Comment